সাভার প্রকল্প-২, চান্দেরচর, চরপানিয়া ও ভালুকা প্রকল্পের প্লট হস্তান্তর চলছে । দায় পরিশোধ বিবরণীতে তথ্য সংযুক্তির কাজ চলমান রয়েছে। আমাদের দেশ আমরাই গড়বো। দিনে অন্তত একবার বলুন, আমি বাংলাদেশকে ভালবাসি। আত্মনির্ভরশীলতায় জেগে ওঠো বাংলাদেশ। দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। দেশের দক্ষিন-পূর্বাঞ্চলের উন্নয়নে দ্রুততম সময়ের মধ্যে পদ্মা সেতুর বাস্তবায়ন দেশবাসীর প্রাণের দাবি।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এদিনে রমনার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে) বাঙ্গালি জাতি নয় মাস মরণপণ যুদ্ধ করে চুড়ান্ত বিজয় অর্জন করে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করবে। স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন, আমরা তাদের রূহের মাগফিরাত কামনা করছি।
Message
Jubok Management expressing their cordial gratefulness to the members & well-wishers for assisting Jubok members repayment. We are very sorry for the inconvenience caused. Repayment completed upto 2012 : Cash.225 crore Adjustment with lands.500 crore Total paid to the Members.725 crore. Target for 2013 : Cash distribution.20 crore, Adjustment with Lands.225 crore, Adjustment with Shares and Other-way 300 crore. Total 545 crore for 2013 year. Total for 2014 : Be a Liability Free Jubok.
Repayment completed upto 2012 : Cash.225 crore Adjustment with lands.500 crore Total paid to the Members.725 crore.
Total for 2014 : Be a Liability Free Jubok.
Search Member