২০০৬ সালে প্রতিহিংসার শিকারে পরিণত যুবক পরিবারের

দায়-মুক্তির লক্ষ্যে উত্তরণ কার্যক্রম : ২০১৫                                 

লাখো মানুষের স্বপ্নের সম্মিলন

সুত্র : যুকসো/ উত্তরণ/ সার্কুলার/ এপ্রিল- ২০১৫/০৪৩
তারিখ : ২৫.০৪.১৫

 

সার্কুলার

    
বিষয় : উত্তরণ কার্যক্রমের আওতায়
প্লটের মাধ্যমে দায়-সমন্বয়ের ঈদ অফার।

আস্ সালামু আলাইকুম
সংশ্লিষ্টদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দায়-দেনা পরিশোধের লক্ষ্যে পরিচালিত ‘উত্তরণ’ কার্যক্রমের আওতায় প্রায় ৭৫০ টি প্লট রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়েছে এবং সারাদেশে প্লটের রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়েছে ৫,৫০০ এরও অধিক। বর্তমানে প্লট সরেজমিনে বুঝিয়ে দেয়ার কাজ অব্যাহত রয়েছে।

পবিত্র ঈদ কে সামনে রেখে, পাওনাদার সদস্যদের চাহিদা এবং সময়ের বাস্তবতা বিবেচনা করে এই সার্কূলার ইস্যু করা হলো। একই সাথে বিগত সময়ে সমন্বয় সংক্রান্ত ইস্যুকৃত সকল সার্কূলার স্থগিত করা হলো।

উল্লেখ্য, ২০ ফুট রাস্তাসহ প্লটের সীমানা নির্ধারণ করা থাকবে এবং রাস্তার অংশ গ্রাহকের জমির অন্তর্ভূক্ত হবে। যেখানে যে অবস্থায় আছে শর্তে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে প্লটের বরাদ্দ দেয়া হবে। নিম্নে নিয়মাবলী ও প্লটের মূল্য তালিকা উল্লেখ করা হলো।

  1. নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে। আবেদনপত্র জমা দেয়ার সময় সংযুক্ত করতে হবেঃ ব্যাংক স্লীপ, ডিডের মূল কপি, পাসপোর্ট সাইজের ৪ কপি ছবি, জন্ম নিবন্ধন সনদ ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, না-দাবী-নামা ও অঙ্গীকার নামা।
  2. যাবতীয় আর্থিক লেন-দেন নিম্নোক্ত ব্যাংক হিসাব নম্বরে জমা দিতে হবে।

যুবক হাউজিং এন্ড রিয়েল এস্টেট ডেভ.লি.
ফার্ষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি. নারায়নগঞ্জ শাখা, হিসাব নং- সিডি / ১৭০১১৮০০০০০০০৭

  1. কাগজ পত্র চুড়ান্ত যাচাই সাপেক্ষে উল্লেখিত সময়ের মধ্যে প্লটের সাফ-কবলা রেজিষ্ট্রেশন সম্পন্ন করা হবে।
  2. রেজিষ্ট্রি সম্পন্ন হবার পর গ্রাহককে সরেজমিন প্লট হস্তান্তর করা হবে।
  3. যৌথ নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে প্লট মালিক সমিতি গঠন করার জন্য উদ্যোগ গ্রহন করা হবে।
  4. কার্যক্রমের মেয়াদ : ১লা মে থেকে ৩০ জুন ২০১৫ পর্যন্ত।
  5. ২০ ফিট পার্শ্ব-রাস্তা সহ প্লটের সাইজ হবে ৫ শতক।
  6. দুই প্রক্রিয়ায় বুকিং দেয়া যাবে। ক) স্যাটেলাইট বুকিং   খ) ১০০% সমন্বয় বুকিং

ক) স্যাটেলাইট বুকিং : রেডি প্লট থেকে গ্রাহক নিজের পছন্দের প্লটটি বেছে নিতে পারবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে সমন্বয়যোগ্য ডীড জমা দিতে হবে। ডীডের যাচাই সম্পন্ন হওয়ার পর নগদ টাকা ব্যাংক একাউন্টে জমা দিতে হবে। টাকা জমা দিয়ে স্বল্পতম সময়ের মধ্যে সাফ কবলা রেজিষ্ট্রি গ্রহন করবেন এবং তখনি সরেজমীন দখল বুঝে নিয়ে দেয়াল ও সাইন বোর্ড স্থাপন করবেন। রেজিষ্ট্রেশন এবং এতদ্বসংক্রান্ত ব্যয় প্লট প্রতি আনুমানিক ৪০/৪৫ হাজার টাকা লাগতে পারে এবং এই খরচ গ্রাহক কর্তৃক প্রদত্ত হবে।
স্যাটেলাইট বুকিং এর মূল্য নিম্নরূপ :


প্রকল্পের নাম

প্রদানযোগ্য
প্লট সংখ্যা

বুকিং মানি, জমি ব্যবস্থাপনা, প্লটিং ইত্যাদি বাবদ

ডীড সমন্বয়

উত্তরণ-১, চান্দেরচর

২৫ টি

ঈদ ছাড়কৃত শতক প্রতি নগদ ৩০,০০০/- টাকা

শতক প্রতি ৬০ হাজার টাকার ডীড

উত্তরণ-২, ভালুকা

২৫ টি

উত্তরণ-৩, ধামরাই

২৫ টি

 ঈদ অফার : প্লট প্রতি নগদ ৫০ হাজার টাকা ছাড় !!!
এই অফার ৩০ জুন ২০১৫ তারিখের মধ্যে জমাকৃত আবেদন সমূহের জন্য এবং নির্দিষ্ট সংখ্যক প্লট শেষ হওয়া সাপেক্ষে প্রযোজ্য হবে।

খ) ১০০% ডীড সমন্বয়ের মাধ্যমে প্লট বুকিং : নির্দিষ্ট সময়ের মধ্যে সমন্বয়যোগ্য ডীড জমা দিতে হবে। ডীডের যাচাই সম্পন্ন হওয়ার পর বুকিং মানি জমা দিতে হবে। আবেদন যাচাই সম্পন্ন হবার পরবর্তী ১২০ দিনের মধ্যে সাফ কবলা রেজিষ্ট্রির কাজ শুরু করা হবে। তখনি গ্রাহক সরেজমীন দখল বুঝে নিয়ে দেয়াল ও সাইন বোর্ড স্থাপন করবেন। রেজিষ্ট্রেশন এবং এতদ্বসংক্রান্ত ব্যয় প্লট প্রতি আনুমানিক ৪০/৪৫ হাজার টাকা লাগতে পারে এবং এই খরচ গ্রাহক কর্তৃক প্রদত্ত হবে।
১০০% ডীড সমন্বয়ের মাধ্যমে প্লট বুকিং এর মূল্য নিম্নরূপ :


প্রকল্পের নাম

প্রদানযোগ্য
প্লট সংখ্যা

বুকিং মানি
জমি ব্যবস্থাপনা, প্লটিং ইত্যাদি বাবদ নগদ

ডীড সমন্বয়

উত্তরণ-১, চান্দেরচর

প্রতিটি প্রকল্পে ১০০ টি করে প্লট

প্রতিটি প্লটের জন্য ২০,০০০/- টাকা

শতক প্রতি ২.০ (দুই) লক্ষ টাকা

উত্তরণ-২, ভালুকা

উত্তরণ-৩, ধামরাই

এই ঈদ অফার ৩০ জুন ২০১৫ তারিখের মধ্যে জমাকৃত আবেদন সমূহের জন্য
এবং নির্দিষ্ট সংখ্যক প্লট শেষ হওয়া সাপেক্ষে প্রযোজ্য হবে।

 

ইতোমধ্যে উপরোক্ত প্রকল্প সমুহে সম্পন্ন কাজের বিবরন:

প্রকল্পের নাম

সাব-কবলাকৃত প্লট/ দলিল সংখ্যা

সরেজমীন প্লট বুঝিয়ে দেয়া হয়েছে

উত্তরণ-১, চান্দেরচর

৩৮২ টি প্লট

১৭৫ টি প্লট

উত্তরণ-২, ভালুকা

২০৭ টি প্লট

২০৭ টি প্লট

উত্তরণ-৩, ধামরাই

১৪০ টি প্লট

৩৭ টি প্লট

উত্তরণ, চরপানিয়া

১২৩ টি প্লট

২ টি প্লট

উত্তরণ কার্যক্রমের সফল বাস্তবায়নের লক্ষ্যে সকলের পূর্ণ সহযোগিতা এবং স্বত:স্ফুর্ত অংশগ্রহণ, সমালোচনা ও পরামর্শ একান্তভাবে কামনা করছি।

শুভেচ্ছাসহ-

 

সৈয়দ রাশেদুল হুদা চৌধুরী                                                                   
ঢাকা বিভাগীয় কেন্দ্রিয় দায়িত্বশীল                                                             
ও কার্যক্রমের প্রধান নির্বাহী       

 

 
যোগাযোগ :
ঢাকা উত্তর : ০১৮১৯৪৯২৭৩৮, ০১৬৮১৭০৪৮৬৫, ০১৬৮৪৪৮২৮৬৮, ঢাকা দক্ষিণ : ০১৯১৬৭৪১৭৫৮, ০১৭১২৬৭৬৫৬৬, ০১৭১৬৯৮৩৯৭২,   না.গঞ্জ : ০১৬৭৫৪৫২৭৪৫, মুন্সিগঞ্জ :০১৭১৬৮৫৫১৯২, ঢাকা পশ্চিম : ০১৯১৬৭০৭৩৬৮, খুলনা : ০১৭১২৭২৯১১৫, ০১৭১২১০২৪১৬, রাজশাহী : ০১৬৮৫১৪৪৪৯০, চাঁপাই : ০১৭৩১৯৮৯৪৩৬,   বগুড়া : ০১৭১১৩০২৪৯৩, ০১৯২৯৩০৮১৫১,   গাইবান্ধা : ০১৭১৮৮৮১৪৮০, রংপুর : ০১৭১৮৭৮৫৯২১, বরিশাল : ০১৭১১৪৫৪৩১৯, ০১৭১১২০০২২১, ০১৯১৩৯২৯৯৯৩,   পটুয়াখালী : ০১৭২৮১৫৪৪৭৯, ০১৭১৬১৬৩৭৬৫, ০১৯৮৯০৮৯৪৯৯, ০১৭১৬২৮৪২৯০, ০১৭১৬১৪৩৮৪৫, ০১৬৭৮৫৮৩৭৫৫, ০১৭১৭৭৩৩২২৮    বরগুনা : ০১৯১৮২০৮৬৪৭, ০১৭৭৪৭৮৫৫০৪, পিরোজপুর :  ০১৭১৮৭৯৭০৭৯,    ঝালকাঠি : ০১৬৭৫৫২৯৫০৩,    ভোলা : ০১৯১৪৪২৯৫৫৫,     চট্টগ্রাম : ০১৯১১১৩০৮৪২, ০১৬১৪৩২৪৫০৫, চাঁদপুর : ০১৯২৮০৭৯৭৫৬,     কুমিল্লা : ০১৭৪০৬০১১০০,     ফেনী : ০১৭১৫৫৩১৯৯০, ০১৭১৬৬৯৩৬১৩,    বি.বাড়িয়া : ০১৭১৬০৪৬৫১৭, ০১৭২৭২৮০২৮৩, সিলেট : ০১৭১৪০৯১০৪৬

 

                                      
বি.কে.টাওয়ার, ৫৪ পুরানা পল্টন, ঢাকা-১০০০      Website : www.jubokmembers.com ; www.jubokgroup.org       

e-mail: jubok1997.bd@gmail.com;  jubok2014@yahoo.com; Facebook: Jubok Uttoron, Amra Jubok Paribar